যোগাযোগঃ
– Generation Z বা জেন-জি। সম্প্রতি অতি আলোচিত একটি শব্দবন্ধ। নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়, বিশেষত ১৯৯৭ থেকে নিয়ে ২০১২ পর্যন্ত জন্ম নেওয়া মানুষদের বোঝায়।
– এদের ভেতর উদ্যম ও উদ্দীপনা প্রচুর। এদের ভেতর সম্ভাবনাও রয়েছে বেশ। এদের অন্যতম বৈশিষ্ট্য হলো, এরা তারুণ্যের সময়কালেই ইন্টারনেট ও ডিজিটাল ডিভাইসের সংস্পর্শ নিয়ে বেড়ে ওঠে। ফলে সম্ভাবনার পাশাপাশি বেশ কিছু আশঙ্কাও ঘিরে রেখেছে এ প্রজন্মকে।
সিজদাহ থেকে প্রকাশিত এ বইগুলোতে এ প্রজন্মের ভেতরে ঢুকে যাওয়া সংকট ও তা থেকে উত্তরণের উপায় নিয়ে আলোকপাত করা হয়েছে। বিশেষত হতাশা, বিষণ্ণতা, ডিপ্রেশন, আত্মবিস্মৃতি, দীন পালনে বিভিন্ন অজুহাত, লক্ষ্য নির্ধারণে জটিলতা, যেকোনো ইস্যুতে ভারসাম্য বজায় না রাখা… সর্বোপরি একজন মুসলিম হিসেবে নিজের আত্মপরিচয় ভুলে বসা ইত্যাদি বিভিন্ন সংকট থেকে মুক্তির উপায় ও গাইডলাইন তুলে ধরা হয়েছে।
– তিনটি বইই জেন-জির উদ্দেশ্যে লেখা। বইগুলোর প্রতিটি লাইন আপনাকে সম্বোধন করবে। প্রতিটি প্যারাগ্রাফ আপনার চিন্তা-জগতকে নাড়া দেবে। প্রতিটি পৃষ্ঠা আপনাকে ভাবতে শেখাবে। এ প্রজন্মের মুসলিমদের জন্য বই তিনটি অতি আদর্শ উপহার।
যোগাযোগঃ